কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা: আহত -১০

প্রকাশ : 2023-12-22 11:05:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা: আহত -১০

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা হয়েছে।  এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষ দর্শী জানায়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজীর নেতৃত্বে ঈগল মার্কার মিছিল বের করে কর্মী সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর লোকজন বাঁধা দেয়। পরে মিছিলে অতর্কিত অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হা তবো মায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

আওয়ামী  লীগের সদস্য কাজী তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজী (৭০), গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী (৩০), লক্ষ্মীপুরের আতিবর সরদারের স্ত্রী আখলিমা বেগম কহিনুর (৪৫), হাবিবুর রহমান সরদারের ছেলে কাঞ্চন সরদার (৫৫),  মো. খোকন সরদারের ছেলে সোহলে সরদার (৪০), হাতেম সরদারের ছেলে ইয়াদুল সরদার (৪০)। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।