কালকিনিতে মায়ের সঙ্গে রাগ করে স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রকাশ : 2022-09-02 19:58:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে রাগ করে অর্নব উকিল (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার আলীনগর এলাকার চর-কালকিনি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।অর্নব ওই গ্রামের মহাদেব উকিলের ছেলে ও রাজাচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবার জানিয়েছে, লেখাপড়া বন্ধ রেখে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছিল অর্নব। এ সময় তার মা তাকে লেখাপড়ায় মনোযোগী হতে বলে বকা দেন। এতে অর্নব রাগ করে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ অর্নবের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মঘাতী স্কুলছাত্রের বাবা মহাদেব উকিল বলেন, ছেলেকে পড়ালেখা করার জন্য তার মা রাগ করায় আত্মহত্যা করেছে।
কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।