কালকিনিতে মাদক সেবনে বাধা দেয়ার ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশ : 2022-04-10 21:12:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে মাদক সেবনে বাধা দেয়ার ব্যবসায়ীর আত্মহত্যা

মাদক সেবনে বাধা দেয়ায় মাদারীপুরের কালকিনিতে মো. রুবেল সরদার (২৯) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহত ওই ব্যবসায়ী উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, মুদি দোকনী মো. রুবেল সরদার বেশ কিছুদিন ধরে মাদক সেবন জরিয়ে পরেন। এ ঘটনা জানতে পেরে তার পরিবার তাকে মাধক সেবনে বাধা প্রদান করেন। এতে ¶িপ্ত হয়ে ভোররাতে রুবেল নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, নিহত ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারণ খুজে বের করা হবে।