কালকিনিতে বিনামূল্যে বকনা বাছুর বিতরন
প্রকাশ : 2025-04-30 17:32:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব কুমার প্রমুখ।