কালকিনিতে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : 2022-07-21 20:46:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবুল সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে কালকিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান মিয়া। নিহত বাবুল সরদার একই এলাকার মৃত বদিউজ্জামান সরদারের ছেলে। 

স্থানীয়দের বরাতে এসআই মো. লোকমান মিয়া বলেন, বাবুল সরদার দুপুরে নিজ ঘরের একটি বৈদ্যুতিক বাতির সংযোগ লাগাতে গেলে বিদ্যুতের একটি তার ডান হাতের কবজিতে এসে লাগে। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।