কালকিনিতে বাল্যবিয়ে প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-05-04 17:40:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যতেষ্ট, এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মোর্শেদ আলম, উপপরিচালক ওয়ালিউর রহমা, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, আবদুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহিম মুরাদ, মো. সিরাজুল হক সরদার, মো. নেয়ামুল আকন ও প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন প্রমুখ।