কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যূ

প্রকাশ : 2022-08-31 18:46:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যূ

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে মাহিম সরদার(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার কালাই সরদারচর গ্রামের রাশেদ সরদারের ছেলে। বুধবার সকালে কালকিনি থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশু মাহিম তার মায়ের সাথে সরদার বাড়ির পাশের খালের পানিতে গোসল করতে যায়। এসময় মাহিমের মা কাপুর রোদে দিতে বাড়ির ভিতরে গেলে হঠাৎ করে মাহিম সরদার গভীর পানিতে ডুবে যায়। মাহিমরে মা ফিরে এসে তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় অনেক খোঁজাখুজি শেষে তার ভাসান্ত মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাহিমের মৃত্যু হয়েছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।