কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : 2022-06-06 15:45:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ খাদিজা বেগম-(২৯) নামে এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মোবাইলে প্রবাসী স্বামীর সঙ্গে কথা শেষে গলায় ফাঁস দিয়ে ওই নিহত গৃহবধু আত্নহত্যা করে। আজ সোমবার সকালে নিজ ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত খাদিজা বেগম পৌর এলাকার চরঝাউতলা গ্রামের সৌদী প্রবাসী নুর মোহাম্মদ ফকিরের  স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, গৃহবধু খাদিজা বেগম রোববার দিবাগত রাতে তার ৪ বছর বয়েসের শিশু সন্তান নিয়ে রাতের খাবার শেষে সৌদী প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। কথা শেষে তার শিশু সন্তান ঘুমিয়ে পরলে এ সুযোগে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে আজ সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ এসে নিহত খাদিজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, গৃহবধু খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।