কালকিনিতে  গাঁজা সহ একই পরিবারের ৩ জন  আটক 

প্রকাশ : 2022-09-10 19:06:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে  গাঁজা সহ একই পরিবারের ৩ জন  আটক 

মাদারীপুরের কালকিনিতে ৭০০ গ্রাম গাঁজা সহ একই পরিবারের ৩ মাদক কারবারিকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। আজ শনিবার কালকিনি থানা সূত্রে এ তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন এর নেতৃত্বে এসআই আশরাফ, এসআই সাইদ, এসআই ফয়সাল, এসআই কাঞ্চন,এসআই ইসহাক, এএসআই বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল কালকিনি থানাধীন আমিরিয়া গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা সহ কুখ্যাত গাঁজা সম্রাট আরব আলী মাতুব্বর(৬০), রুবেল মাতুব্বর (২৫) ও জরিনা বেগম(৪৮) কে আটক করে। এসময়ে তাদের থেকে মাদক বিক্রির ৪৫৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা একই পরিবারের স্বমী-স্ত্রী ও ছেলে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।