কালকিনিতে কলেজ মাঠে অসামাজিক নৃত্য

প্রকাশ : 2023-03-23 17:04:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে কলেজ মাঠে অসামাজিক নৃত্য

মাদারীপুরের কালকিনিতে একটি স্কুল এন্ড কলেজ মাঠে বেশ কয়েকটি অসামাজিক নৃত্যের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এদিকে এ নৃত্যের ঘটনা এখন পুরো উপজেলা জুরে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। অপরদিকে এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করেন। উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে এ নৃত্যের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে গত মঙ্গলবার দিবাগত রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সে অনুষ্ঠানে বেশ কয়েকটি অসামাজিক নৃত্যের ঘটনা ঘটে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরে। এই ঘটনা নিয়ে ওই এলাকায় চরম সমালোচনার ঝড় সৃষ্টি হয়। এদিকে এ নৃত্যের ঘটনা এখন পুরো উপজেলা জুরে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। অপরদিকে এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, কলেজ মাঠেঅত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছেলে মেয়েরা একসাথে বেশ কিছু অসামাজিক নৃত্য পরিবেশন করেছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমন নৃত্য মেনে নেয়া যায় না। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, অসামাজিক নৃত্য আমি মেনে নিবনা। তবে এমন ঘটনা কেউ করলে তা ক্ষতিয়ে দেখা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অসামাজিক নৃত্যের ঘটনা জানতে পেরেছি। তবে আমি কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি।