কালকিনিতে এক হাজার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

প্রকাশ : 2022-04-16 17:36:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে এক হাজার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একশত মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার সমাজ সেবক ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাড়িতে সামাজিক সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরন করা হয়।

 এতে সংগঠনের উপদেষ্টা ও কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারী সভাপতিত্বে ও মুখর হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্লু খায়ের, উপদেষ্টা মনিরুজ্জামান সরদার, উপদেষ্টা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান ও প্রতিষ্ঠানের সভাপতি বি.এম. রাজীব হোসেন প্রমুখ।