কালকিনতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যর উপর হামলা
প্রকাশ : 2022-06-02 15:53:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল হক ফকির(৬০) এর উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের হোসেন বেপারীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানাযায়, একই এলাকার সিরাজ বেপারীর ছেলে বোরহান(তুহিন) ও উজ্জল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। ওই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগেরর নেতা শামসুল হক ফকির তাঁদের মাদকের ব্যবসায় বেশ কয়েকবার বাধা দেন। গতকাল রাত ১০টার দিকে বোরহান ও উজ্জল উল্টো ক্ষিপ্ত হয়ে শামসুল ফকিরের কাছে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা নিয়ে তর্কবির্তক হলে এ সময় ক্ষিপ্ত হয়ে সিরাজ বেপারীর নেতৃত্বে বোরহান(তুহিন),উজ্জল ও তাঁদের সহযোগী ৫-৬ জনের একদল দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে শামসুল ফকিরকে আহত করে। পরে স্থানীয়রা আহত শামসুল ফকিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শামসুল হক বেপারী বলেন, সিরাজ বেপারী ও তার দুই ছেলে এলাকায় মাদক ব্যবসা করে যুবসমাজকে নষ্ট করে দিচ্ছে। তাদের মাদকসহ পুলিশেও ধরছে। আমি এই মাদক ব্যবসা বন্ধ করতে বলায় আমার কাছে চাঁদা দাবি করে আমার উপর হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এব্যাপারে সিরাজ বেপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি।