কামরুন নাহারকে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ
প্রকাশ : 2021-12-14 11:57:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘শিক্ষা আইন ভঙ্গ করে’ নিয়োগের অভিযোগ এনে শিক্ষা ক্যাডারের অধ্যাপক কামরুন নাহারকে ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত বছরের ২৯ ডিসেম্বর ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার। তিনি মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই অধ্যাপককে প্রেষণে ভিকারুননিসার অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
একইদিন রাজধানীর ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।