কাবুলে জোড়া বোমা হামলাকারীদের ধরার অঙ্গীকার বাইডেনের

প্রকাশ : 2021-08-27 11:28:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাবুলে জোড়া বোমা হামলাকারীদের ধরার অঙ্গীকার বাইডেনের

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলাকারীদের ধরার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানের রাজধানীতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার কাবুলে জোড়া বিস্ফোরণ ঘটে। 

কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এই বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

হামলার কয়েক ঘণ্টার মাথায় গতকাল হোয়াইট হাউস থেকে বক্তব্য দেন বাইডেন। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বাইডেন বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, একই সঙ্গে যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা তোমাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য চোকাতে হবে।’

হামলায় নিহত মার্কিন সেনাদের প্রশংসা করেন বাইডেন। তিনি তাঁদের ‘হিরো’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের কারণে নিবৃত্ত হব না।’

হামলাকারীদের সমুচিত জবাব দেওয়ার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রতি–আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার কমান্ডারদের আইএসআইএসের সম্পদ, নেতৃত্ব ও স্থাপনার ওপর হামলা চালানোর জন্য অভিযানিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছি। আমরা আমাদের সময়মতো জবাব দেব।’ 

তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। হামলার পর কাবুল বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আগে থেকেই কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা করে আসছিল। আইএস হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত হামলার আশঙ্কাই সত্যি হলো। 

হামলার পরপর কাবুলের মার্কিন দূতাবাস আমেরিকানদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছে।