কাপ্তাই লেকের অস্বাভাবিক পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ : 2023-09-14 16:53:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাপ্তাই লেকের অস্বাভাবিক পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি। এর ফলে কাপ্তাই লেকের পার্শ্ববর্তী বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই বাঁধ সংলগ্ন জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেটিঘাটের নিচু এলাকায় পানি উঠেছে। এমনকি জেটিঘাটের পার্শ্ববর্তী গ্রীন রিভার ভিউ হোটেলসহ বেশ কিছু দোকান পানিতে তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেলে আরও কিছু এলাকায় পানি ঢুকে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

কাপ্তাই জেটিঘাটে পল্টুনের দায়িত্বে থাকা কর্মকর্তা শীতল সরকার জানান, কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখন বিলাইছড়ি কিংবা রাঙ্গামাটি সদরের সঙ্গে নৌচলাচল একদম স্বাভাবিক হয়ে গেছে। এখন পুরোদমে কাপ্তাই লেকে লঞ্চ কিংবা ইঞ্জিনচালিত বোটগুলো চলছে। তবে পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এটি অনেকটা চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭ দশমিক ৫৫ এমএসএল (মিনসি ল্যাভেল) পানি রয়েছে। যেখানে বছরের এই সময়ে পানি থাকার প্রায় ১০২ এমএসএল। তবে পানি ছাড়ার বিষয়ে জানতে চাইলে পানির লেভেল বিপৎসীমা অতিক্রম না করা পর্যন্ত পানি ছাড়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।