কানাডায় টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধসে প্রাণহানি, নিখোঁজ
প্রকাশ : 2021-11-18 10:21:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে দুদিন ধরে টানা বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। দেশটির বৃহত্তম ভ্যাঙ্কুভার বন্দর মঙ্গলবার জানায়, বন্যা ও ভূমিধসের কারণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত একজন নিহত হয়েছে ও দুইজন নিখোঁজ রয়েছে। খবর রয়টার্সের।
দুই দিনের প্রবল বৃষ্টির কারণে ব্রিটিশ কলাম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ জুড়ে বন্যা দেখা দিয়েছে। কানাডার দুটি বৃহত্তম রেল কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল এবং কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে যে রুটগুলি পরিচালনা করে সেগুলো বন্যার কারণে বন্ধ হয়ে গেছে।
বন্দরের মুখপাত্র ম্যাটি পলিক্রোনিস জানিয়েছেন, ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরে বন্যার কারণে ভ্যাঙ্কুভার বন্দরে যাওয়া-আসা সমস্ত রেল পরিষেবা বন্ধ রয়েছে।
ভ্যাঙ্কুভারের উত্তর-পূর্বে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দূরে পেম্বারটনের কাছে হাইওয়ে ৯৯-এ কাদা ধসে গাড়ি ভেসে গেলে অন্তত একজন নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিত কেউ আছে কিনা বা হতাহতের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছেন।
ভ্যাঙ্কুভারের বন্দর থেকে প্রতিদিন অটোমোবাইল এবং তৈরি পণ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্য পর্যন্ত ৫৫ কোটি কানাডিয়ান ডলার (৪৪ কোটি মার্কিন ডলার) মূল্যের কার্গো স্থানান্তর করা হয়ে থাকে।
বন্যার কারণে অস্থায়ীভাবে কানাডা থেকে গম এবং ক্যানোলা পরিবহন একপ্রকার বন্ধই হয়ে গেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য রপ্তানিকারক কানাডা ফসল কাটার পর বন্দরে শস্য নিয়ে যাওয়ার জন্য ট্রেনগুলো ব্যস্ত সময় পার করে।
শস্য শিল্পের একটি সূত্র রয়টার্সকে জানায়, চলতি বছর এমনিতেই খরার কারণে তেমন ফসল হয়নি। যেটুকুও হয়েছে তা বন্যার কারণে রপ্তানি করা যাচ্ছে না।