কাউনিয়া শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  

প্রকাশ : 2022-12-29 09:49:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   

কাউনিয়া উপজেলার শহীদবাগ  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত বিকালে শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের  সভাপতিত্বে পরিমল চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের সদস্য মোঃ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সাইফুল ইসলাম সেলিম, ডাঃ মোহাম্মদ হোসেন সরকার, আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  দিলদার আলী, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।