কাউনিয়া মাদ্রাসা ও এতিম খানার ৪তলা ভবনের নির্মান কাজের ভিত্তি
প্রকাশ : 2025-01-15 18:46:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার ৪তলা ভবনের নির্মান কাজের ভিত্তি উপলক্ষে আলোচনা সভা বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মিনহাজুর রহমান হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট্য শিল্পপতি আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, জামায়েতের উপজেলা আমির মাওলানা মোঃ আঃ সালাম, বিশিষ্ট্য ব্যবসায়ী ও মাদ্রাসার উপদেষ্টা আলহাজ¦ রফিকুল ইসলাম বাগদাদা, অবসর প্রাপ্ত সাব রেজিষ্টার আলহাজ¦ মাহামুদুল হাসান মাত্তু, কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসার সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুস সামাদ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সচিব মাহাবুবুর রহমান, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ¦ আবু বককর সিদ্দিক, আলহাজ¦ শফিকুল ইসলাম, বণিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি আলহাজ¦ মজিবর রহমান, মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ শাহ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, সমাজসেবক ও বিএনপি নেতা শাহজাহান মন্ডল, সমাজসেবক হাবিবুর রহমান, মাদ্রাসার মোহতামীম আলহাজ¦ মাওলানা আব্দুল কুদ্দুছ প্রমূখ। আলোচনা শেষে ভিত্তি প্রস্তর স্থাপন করার পর মদ্রাসা দেশ ও জাতির সমৃদ্ধি কল্যান কামনায় দোয়া করা হয়।