কাউনিয়া বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে আলোচনা সভা
প্রকাশ : 2022-03-17 19:14:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার বিদ্যালয়ের সরদার আব্দুল হাকিম হল রুমে প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রাণী রায়, সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, সুলতান আহমেদ, মতিয়ার রহমান ও অভয় চন্দ্র বর্ম্মন প্রমূখ। পরে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।