কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

প্রকাশ : 2022-06-16 19:59:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা সরদার হাকিম হল রুমে প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকের সভাপতিতে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রাণী রায়, মডেল সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মতিয়ার রহমান ও অভয় চন্দ্র বর্ম্মন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা হাসনা পারভীন মুক্তি। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মদন চন্দ্র সিংহ, এরশাদুল হক প্রমূখ। সভা শেষে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।