কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যু

প্রকাশ : 2022-07-22 19:58:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যু

কাউনিয়া উপজেলার সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলীর মাতা এবং সাহাবাজ গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের সহধর্মিণী সাজেদা বেগম ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার ৩টায় নিজ বাড়ির উঠানে জানায়া শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।