কাউনিয়া নলঝুড়ি আশ্রম কেন্দ্র্রে তিন তলা ভবনের ভিত্তি দিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

প্রকাশ : 2021-05-27 16:44:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া নলঝুড়ি আশ্রম কেন্দ্র্রে তিন তলা ভবনের ভিত্তি দিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে নলঝুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম কেন্দ্র্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীত কুমার ভাটি ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু নলঝুড়ি আশ্রম কেন্দ্রে ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। সহকারী হাই কমিশনার সঞ্জীত কুমার ভাটি নলঝুড়ি আশ্রম কেন্দ্রের তিন তলা ভবনের ভিত্তিস্থাপন, মেডিকেল সার্ভিসেস সেন্টার, ইয়োগ ফিটনেস জোন, লাইব্রেরী, কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং একটি কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিন তলা ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে আলোচনা সভা মিনাল কান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, কুর্শা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসন সরকার, জাপা নেতা মজিবর ডিলার, শিল্পী পল্লবী রানী সরকার প্রমূখ। অনুষ্ঠানে এলাকা এবং এলাকার বাইরের শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।