কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

প্রকাশ : 2022-03-02 19:21:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজ এর আয়োজনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস বুধবার সকালে কলেজ হলরুমে সহকারী অধ্যাপক সৈয়দ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন কাউনিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক ছাত্র নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দীন মোল্লা, ডেভিড বসুনিয়া, দেবাশীষ মহন্ত, মোছাব্বিরা খানম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রকাশ চন্দ্র, শাহ রায়হান ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সহ প্রমূখ। ওরিয়েন্টেশন ক্লাসে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।