কাউনিয়া উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি ও লকডাউন মানাতে কঠোর অবস্থানে
প্রকাশ : 2021-07-01 17:37:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও লকডাউন মানাতে কঠোর অবস্থানে কাউনিয়া উপজেলা প্রশাসন। লক ডাউনের ১ম দিন বৃহস্পতিবার হাট ঘাট মাঠ চষে বেরাচ্ছেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন তার টিম নিয়ে।
জনগনকে কথা দিয়ে বুঝিয়ে সচেতন করছেন আবার কোথাও অর্থ জরিমানা করে শর্তক করছেন। নির্বাহী অফিসারকে সহযোগিতা করছেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। তিস্তা সেতু পাড়ের পাঞ্জরভাঙ্গা গ্রামের হোটেল ব্যবসায়ী সিদ্দিক এর ৫০০ টাকা ও কুর্শা কুটিপাড় বাজারে আইউব আলী মাস্ক ব্যবহার না করায় ১০০ টাকা জরিমানা করেন। এছারাও তকিপল বাজারের ইজারাদার জাহাঙ্গির হাসানকে সাথে নিয়ে হাটের মানুষকে সচেতন করে মাস্ক বিতরণ করেন।
অন্য আর একটি টিম সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান ও মেজর সাদিকে সাথে নিয়ে হারাগাছ পৌরসভা সহ বিভিন্ন এলাকায় দুপুর পর্যন্ত ৭জন কে অর্থ জরিমানা করেছেন। করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার রোধকল্পে প্রশাসনের কঠোর অবস্থান কে সচেতন মানুষ স্বাগত জানিয়েছেন।