কাউনিয়া উপজেলা পুষ্টি কমিটির ২দিন ব্যাপি প্রশিক্ষণর সমাপ্ত
প্রকাশ : 2021-11-10 18:36:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জেলা পুষ্টি কমিটির আয়োজনে জানো প্রকল্প কেয়ার বাংলাদেশ এর সহায়তায় উপজেলা পুষ্টি কমিটির ২দিন ব্যাপি প্রশিক্ষণ বুধবার রংপুর পর্যটন মোটেল হল রুমে সমাপ্ত হয়েছে।
উপজেলা পুষ্টি কমিটির ২দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুর এর উপ পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, জেলা শিক্ষ অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, ম্যানেজার মাল্টি সেক্টোরাল গভার্নেন্স জানো কেয়ার বাংলাদেশে গোলাম রাব্বানী, ফিল্ড অপারেশন এন্ড পার্টারশীপ ম্যানেজার জানো কেয়ার বাংলাদেশ মোঃ আবুল বাশার চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার জানো ইএসডিও মোঃ মারুফ আহমেদ,সহকারী প্রজেক্ট ম্যানেজার জানো ইএসডিও মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা ম্যানেজার শাহানা ইয়াসমিন। প্রশিক্ষনে কাউনিয়া উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষক, সংবাদিকসহ ২৫জন অংশ গ্রহন করে।