কাউনিয়া উপজেলা পরিষদের ১৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা
প্রকাশ : 2022-06-22 19:44:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট বুধবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে ঘোষনা করা হয়।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। রাজস্ব ও উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৫৮ টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের প্রতিনিধি মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ। বাজেট ঘোষনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, সাংবাদিকগন অংশ গ্রহন করেন।