কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে মরন ফাঁদ, নজরে পড়েনা কর্তৃপক্ষের

প্রকাশ : 2021-06-19 19:08:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে মরন ফাঁদ, নজরে পড়েনা কর্তৃপক্ষের

কাউনিয়া উপজেলা পরিষদে ১ম শ্রেনীর আবাসিক ভবন বর্তমানে অস্থায়ী ভুমি অফিস, খাদ্য অফিসের পিছনে ল্যাট্রিনের হাউসটির মুখে দীর্ঘ দিন থেকে ঢাকনা না থাকায় মরন ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঢাক শাহজাহান পুর কলনীর মতো ট্যাজেডি ঘটে যেতে পারে।

সরে জমিনে উপজেলা পরিষদ ভবনে গিয়ে দেখা গেছে ভবন নির্মান করার সময় অফিস গুলির ল্যাট্রিন এর জন্য নির্মিত হাউসটির মুখের ঢাকনাটি থাকলেও দীর্ঘদিন থেকে সে ঢাকনাটি না থাকায় মরন ফাঁদে পরিনত হয়েছে। ঢাকনা না থাকায় একদিকে যেমন মরন ফাঁদ অন্যদিকে দুর্গন্ধে পরিবেশ নষ্ট এবং রোগ জীবানু ছরাচ্ছে। এছারাও পরিষদের ভিতরে উপজেলা শিশু নিকেতনের ছাত্র-ছাত্রী সহ অনেক ছোট ছোট শুশুরা খেলাধুলা করে। ঢাকনা টি না দিলে যে কোন সময় ঢাকা শাহজাহান পুর কলনীর মতো ট্রাজেডি ঘটে যেতে পারে।