কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৭তম বার্ষিক সভা

প্রকাশ : 2022-12-21 18:38:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৭তম বার্ষিক সভা

রংপুরের কাউনিয়া উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি হল রুমে বুধবার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

বার্ষিক সভা বিআরডিবি চেয়রম্যান হাফেজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজার রহমান, সাবেক বিআরডি চেয়ারম্যান আঃ বারেক, মোসলেম উদ্দিন, পরিচালক আঃ রাজ্জাক, সাখাওয়াত হোসেন খাঁন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি সারওয়ার আলম মুকুল, সদস্য আঃ রউফ, গোপাল শিল, আঃ মোতালেব হোসেন, সমিতির পরিদর্শক ফয়জুর রহমান প্রমূখ। বার্ষিক সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজার রহমান সমিতির আয় ব্যায় হিসাব এবং বাজেট ঘোষনা করেন। এছারা শ্রেষ্ঠ সমিতি হিসেবে পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি সারওয়ার আলম মুকুল কে, সর্বচ্চ ঋণ গ্রহীতা চারুভদ্র কেএসএস ম্যানেজার হারুনার রশিদ, নিয়মিত কিস্তি প্রদানকারী পূর্ব চানখান বুড়িডোবা কেএসএস ম্যানেজার  আজাহারুল ইসলাম, শিবু কুন্টিরাম কেএসএস ম্যানেজার মোজাম্মেল হক কে পুরস্কার প্রদান করা হয়।