কাউনিয়ায় ৮৭ ভুমিহীন পরিবারের মাঝে বাড়ির দলিল হস্তান্তর

প্রকাশ : 2022-07-22 12:10:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ৮৭ ভুমিহীন পরিবারের মাঝে বাড়ির দলিল হস্তান্তর

 রংপুরের কাউনিয়া উপজেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যেমে একযোগে সারাদেশে ঘর গুলো উদ্বোধন করেন। পাকা বাড়ির দলিল হস্তান্তর উপলক্ষে কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মোঃ মোন্তাছির বিল্লাহ্, শিক্ষা অফিসার আঃ হামিদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। কাউনিয়ার ইউএনও তাহমিনা তারিন বলেন, কাউনিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১২০টি, ২য় পর্যায়ে ৪০০, ৩য় পর্যায়ে ১ম ধাপে ৪০টি, ৩য় পর্যায়ে ২য় ধাপে ৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত আরো ১৫১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা বাড়ি দেয়া হবে।