কাউনিয়ায় ৭০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
প্রকাশ : 2022-10-11 18:59:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ অফিস প্রাঙ্গনে মঙ্গলবার খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মোছাঃ নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উদ্ভিদ সংরক্ষন কর্মকতৃা খোরশেদ আলম, মোঃ রহমত আলী প্রমূখ। উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত ৭০ জন চাষীকে ১ কেজি পেঁয়াজ বীজ ও ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি রাসায়নিক সার, হাফ রোল পলিথিন বিতরণ করা হয়।