কাউনিয়ায় ৬ ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী ৩৩ 

প্রকাশ : 2021-11-03 19:12:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ৬ ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী ৩৩ 

৩য় ধাপে রংপুরের কাউনিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ গত মঙ্গলবার পর্যন্ত ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

প্রার্থীরা হলেন ১নং সারাই ইউপিতে মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় পার্টি, মোঃ আসাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ সোহেল রানা স্বতন্ত্র, মোঃ আজহারুল ইসলাম,স্বতন্ত্র। 

২নং হরাগাছ ইউপিতে মোঃ ইয়াছিন আলী, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ নাজমুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ মাহফুজার রহমান বসুনিয়া,স্বতন্ত্র, মোঃ রাজু আহমেদ, সতন্ত্র, মোঃ মোজাহিদুর রহমান বসুনিয়া, স্বতন্ত্র, মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র, মোঃ নূরুল ইসলাম, স্বতন্ত্র, এনামুল হক স্বতন্ত্র। 

৩নং কুর্শা ইউপিতে মোহাম্মদ হোসেন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ আব্দুল মজিদ স্বতন্ত্র। 

৪নং শহীদবাগ ইউপিতে মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ মহসিন আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ রমজান আলী, স্বতন্ত্র, মোঃ সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র। 

৫নং বালাপাড়া ইউপিতে মোঃ আনছার আলী, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ ইউসুফ আলী, স্বতন্ত্র, মোঃ নুরুল হক, স্বতন্ত্র, শফিকুল ইসলাম, স্বতন্ত্র, মোঃ মোজাহারুল আলম বাবলু, স্বতন্ত্র, সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন, স্বতন্ত্র। 

৬নং টেপামধুপুর ইউপিতে মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃআমজাদ হোসেন, জাতীয় পার্টি, মোঃ নুরুল আমিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র, মোঃ মনিরুল ইসলাম,স্বতন্ত্র। 

এছারাও সংরক্ষিত মহিলা সদস্য ৭৮জন এবং সদস্য পদে ২০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। ৪ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ইতোমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়েছে গ্রামাঞ্চলে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দারে দারে।