কাউনিয়ায় ৪৪ কেজি বাগাইড় মাছ ৩০ হাজার টাকা বিক্রি

প্রকাশ : 2021-06-13 19:02:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ৪৪ কেজি বাগাইড় মাছ ৩০ হাজার টাকা বিক্রি

তিস্তা নদীতে জেলের জালে শুক্রবার ভোরে ৪৪ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। কাউনিয়া উপজেলার গালস্ স্কুল মোড়ের বাজারে শনিবার সন্ধ্যায় মাছ টি ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বালাসী ঘাট রাসুলপুর গ্রামের বাসিন্দা জেলে মুক্তার আলী ও শরীফ মিয়ার ফাঁসালো জালে তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে। নদী পথে নৌকা যোগে মাছ টি তিস্তা সেতু পাড়ে নিয়ে আসলে মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভীর জমে। পড়ে মাছটি উপজেলার গালস্ স্কুল মোড়ের বাজারে নিয়ে আসলে ৩০ হাজার টাকায় বিক্রি হয়। ৩০ জন ক্রেতা একত্রিত হয়ে মাছ টি ৩০ ভাগ করে নেয়।

জেলেরা জানায় হঠাৎ করে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপৃত্র নদী থেকে ছোট-বড় মাছ গুলো ভাটী থেকে উজানে আসতে শুরু করেছে। সেই কারনে আল্লাহর রহমতে এই মাছটি আমাদের জালে ধরা পড়ে।