কাউনিয়ায় ২টি সড়ক দুর্ঘটনায় নিহত একজন আহত ২
প্রকাশ : 2022-07-29 20:37:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ার তিস্তার সেতুর সন্নিকটে গত বৃহস্পতিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বপন নামের এক ধান ব্যবসায়ী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেল থাকা অপর যুবক গুরত্বর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার থানা পাড়া এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের পুত্র স্বপন (৩৭) নামের ধান ব্যবসায়ী কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার প্রাক্কলে তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই প্রাণ হায়। এ সময় তার মোটরসাইকেলে সাথে থাকা যুবক গুরত্বর আহত হয়। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে শুক্রবার সকালে কাউনিয়া বাস স্টান্ড মোড়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি অসুস্থ্য বোনের জন্য ফল কিনতে এসে উপজেলার সাব্দী গ্রামের আবু তাহেরের পুত্র মশিউর রহমান (২৭) এর উপর পাট বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে গেলে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মোন্তাছের বিল্লাহ্ দূর্ঘটনার বিষয় ২টি নিশ্চিত করে বলেন এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।