কাউনিয়ায় ১৩০০ চাষির মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

প্রকাশ : 2022-11-13 19:28:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ১৩০০ চাষির মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কৃষি সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার রবিবার কৃষি অফিসের সামনে বিতরণের উদ্বোধন করা হয়। 

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমূখ। কৃষি কর্মকর্তা জানান ২০২২-২৩ অর্থবছরে রবি/ ২০২২-২৩ মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা প্রদান বিনা মূল্যে বীজ ও সার বিতরণের আওতায় কাউনিয়া উপজেলায় ১হাজার ৩ শত জন চাষি কে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।