কাউনিয়ায় ১০০ জন পাট চাষী প্রশিক্ষণ
প্রকাশ : 2021-10-17 18:41:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ উপজেলা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে গত রবিবার অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশি¶ণ কর্মসূচী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বক্তব্য রাখেন পাট অধিদপ্তর ঢাকা সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং) মোঃ কামাল উদ্দিন, পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, মনিটরিং কর্মকর্তা ধান, পাট ও গমবীজ উৎপাদন প্রকল্প, বৃহত্তর রংপুর বিভাগ মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাটবীজ উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশি¶ণে উপজেলার ১০০জন নির্বাচিত পাট চাষী অংশ গ্রহন করেন।