কাউনিয়ায় ১০০ জন পাট চাষি প্রশিক্ষণ
প্রকাশ : 2021-06-09 19:41:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সোনালী আঁশের সোনার দেশ, পাটপন্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর কাউনিয়ার আয়োজনে পাট চাষিদের দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা গত বুধবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপ-পরিচালক ও মনিটরিং কর্মকর্তা ধান পাট গম বীজ উৎপাদন প্রকল্প মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ পরিচালক আলহাজ্ব শামিমুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, রংপুর জেলা পাট উন্নয়ন এ কে এম মাহবুব আলম বিশ্বাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষণে রবি-১ পাটচাষ পদ্ধতি, উন্নত পদ্ধতিতে পাট পচন, রবি-১ পাট বীজ উৎপাদন, পাট সংরক্ষন ও বাজারজাত করন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাট চাষি প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন চাষি অংশ গ্রহন করে।