কাউনিয়ায় হোটেলের দুই হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2021-10-29 17:08:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় হোটেলের দুই হাজার টাকা জরিমানা

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এক হোটেল ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদলতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান।

জানাগেছে মীরবাগ বাসস্টান্ড এলাকার গত বৃহস্পতিবার বিকালে রত্না হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পরিস্কার পরিচ্ছন্নতার অভাব,খাদ্য খোলা রাখা, মেয়াদ উর্ত্তিন্ন তারিখ না থাকা দই বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধে হোটেল মালিকের ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসী ভ্রাম্যমান আদালত কে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার দাবী জানিয়েছে।