কাউনিয়ায় হারাগাছে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রকাশ : 2022-09-07 15:30:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃটে সৈয়দ আলী (৬১) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুল তলা) গ্রামে।
পারিবারিক সূত্রে জানাগেছে নাজিরদহ (বকুল তলা) গ্রামের বাসিন্দা ছমির উদ্দিনের পুত্র সৈয়দ আলী (৬১) মঙ্গলবার সন্ধ্যায় বশত ঘরের টিনের বেড়া মেরামত করে লাগানোর সময় টিন দিয়ে বিদ্যুতের তার কেটে যায়। এ তারের সাথে টিনের বেড়ার সংযোগ ঘটলে বিদ্যুৎস্পৃটে কৃষক সৈয়দ আলী আহত হয়। তাকে দ্রুত এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হারাগাছ ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান বসুনিয়া বিদ্যুৎস্পৃটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।