কাউনিয়ায় হাটবাজর গুলোতে যততত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

প্রকাশ : 2023-03-20 10:38:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় হাটবাজর গুলোতে যততত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

কাউনিয়ার বিভিন্ন হাট বাজারে নিয়ম নীতি ও সরকারী নির্দেশনা না মেনেই যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। বিক্রেতাদের নেই বিস্ফোরক লাইসেন্স। নিয়ম অনুযায়ী এলপি গ্যাস ব্যবহার বিপনন ও বাজারজাত করনের ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রাখা বাধ্যতামুলক হলেও কেউ তা মানছে না। পান, মুদী দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান পর্যন্ত বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারীর অভাবে দুর্ঘটনার আশংকা করছেন বিজ্ঞজন। সরজমিনে উপজেলার হারাগাছ পৌর সভার সারাই বাজার, হক বাজার, দরদী বাজার, মেনাজ বাজার, জয়বাংলা বাজার, খানসামা হাট, হারাগাছ বকুলতলা বাজার, মীরবাগ বাজার, সিঙ্গারকুড়া, বড়ুয়াহাট, তকিপল হাট, কাউনিয়া বাসস্টান্ড, রেল বাজার, কালিরহাট, টেপামধুপুর হাট, বুড়িরহাট, ভায়ারহাট এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা রাস্তার উপর যত্রতত্র সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে রেখেছেন গ্যাস সিলিন্ডার। মুদি, পান দোকান, ইলেকট্রোনিক্স, মোবাইল, হার্ডওয়ার, টিনের দোকান, স্টেশনারীসহ বিভিন্ন দোকানের সামনে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য অরক্ষিত অবস্থায় গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করে বিক্রি করছেন সর্বত্রই। শুধু উপজেলা সদর বা পৌর শহরেই নয় বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। উপজেলা ও পৌর শহরের আবাসিক এলাকায় গোডাউনে মজুদ করে রাখা হয়েছে এলপি গ্যাস ভর্ত্তি সিলিন্ডার। বেশির ভাগ ব্যবসায়ীর নেই এলপি গ্যাস বিক্রির লাইসেন্স। নেই অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার। এতে যে কোন মুহুর্তে সিলিন্ডার বিস্ফোরনে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা যদিও জানান, লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির কোন নিয়ম নেই। যারা বিক্রি করছেন তারা অবৈধ ভাবে বিক্রি করছেন। 

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মনোনীতা দাস জানান বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য।