কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর

প্রকাশ : 2023-10-22 18:20:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর

কাউনিয়া উপজেলার হলদীবাড়ী মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের সামনে রংপুর-কৃুড়গ্রাম মহাসড়কে গত শনিবার রাতে মোস্তাফিজার রহমান লিটু (৪৪) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। 

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার খোপাতি গ্রামের জামিল আনছারের পুত্র মোস্তাফিজার রহমান লিটু বাইসাইকেল যোগে হলদীবাড়ি রেলগেট বাজার থেকে গত শনিবার রাতে বাড়ি ফেরার সময় হলদীবাড়ি মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের নিকটে পৌঁছিলে অজ্ঞাত এক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। পুলিশের ফোন পেয়ে পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে লিটুর লাশ শনাক্ত করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।