কাউনিয়ায় স্ত্রী প্রতারণা করায় স্বামীর সাংবাদিক সন্মেলন
প্রকাশ : 2024-07-07 19:25:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় প্রতারণা করায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী জিয়ারুল ইসলাম রবিবার উপজেলা মডেল মসজিদ হল রুমে সাংবাদিক সন্মেলন করেছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তেব্যে উপজেলার উত্তর রাজিব গ্রামের মৃত নুর ইসলামের পুত্র ব্যবসায়ী জিয়ারুল ইসলাম বলেন বদরগঞ্জ উপজেলার শংকরপুর মধ্যে পাড়া গ্রামের মৃত আঃ মান্নানের কন্যা মোছাঃ সুইটি খাতুন এর সাথে প্রায় দশ বছর আগে ভালবেসে বিয়ে করেন। তাদের ৭বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তার স্ত্রী সুইটি খাতুন ব্র্যাকের যক্ষা প্রজেক্টে দিনাজপুর জেলার বিরল উপজেলায় কর্মরত। সেখানে কর্মরত থাকা অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, এমনকি মোবাইল নম্বরটিও ব্ল্যাক লিস্টে রেখে দেয়। স্ত্রীর ভালবাসার মর্যাদা দিতে জিয়ারুল পৈতৃক এলাকায় জমি ক্রয় বাবদ বিভিন্ন সময়ে জমানো টাকা ও ব্যাংক থেকে ঋণ নেওয়া ১৬ লাখ টাকা স্ত্রীর নিকট গচ্ছিত রেখেন। গত ৩ জুলাই জমি রেজিষ্ট্রির করার জন্য টাকা নিতে দিনাজপুরের বিরলে ব্র্যাক অফিসে কর্মরত তার স্ত্রী সুইটি খাতুনের নিকট গেলে সে জানায় সে আর তার স্বামীর সংসার করবে না এবং গচ্ছিত ১৬ লাখ টাকা প্রদান না করে তাড়িয়ে দেয়। বর্তমানে জিয়ারুল ইসলাম এনজিও ঋণের চাপে ও সুইটির পরকীয়া প্রেমিকের মোবাইলে হুমকির কারণে নিরাপত্তা হীনতায় ভূগছে। তিনি ব্র্যাক কর্তৃপক্ষ সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।