কাউনিয়ায় সেতু এলাকায় বিনোদন প্রেমিদের উপচেপড়া ভীড়, স্বাস্থ্য বিধি উপেক্ষিত
প্রকাশ : 2021-05-18 16:05:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভা সহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের বিনোদনের কোন স্থান না থাকায় ঈদুল ফিতর, ঈদুল আজহা, হিন্দু স¤প্রদায়ের দ‚র্গা প‚জা, পহেলা বৈশাখ সহ বিশেষ উৎসবের দিনে তিস্তা সড়ক সেতু ও দেশের তৃতীয় বৃহত্তম রেল সেতু পাড়ে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়ভীতি বিনোদন প্রেমি মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি। ঈদুল ফিতরের দিন থেকে টানা ৪দিন সেতু পাড়ে বিনোদন প্রিয় মানুষের উপচে পড়া ভীর ছিল। শিশু তরুন, যুবক, যুবতী সহ বৃদ্ধ-বৃদ্ধারা সেতু পাড়ে ভীর জমায়। এ কারণে সেতু পাড়ে গড়ে ওঠে অস্থায়ী খাবার সহ নানা খেলনা প্রসাধণীর দোকান। দর্শণার্থীদের অধিকাংশের মুখে নেই মাস্ক। জটলা বেধে ঘুরে বেড়ায় তারা। স্বাস্থ্য বিধি নিশ্চিত করাতে প্রশাসনের নেই তেমন কোন তৎপরতা।
পুলিশ বাহিনী কিছু সদস্য উপস্থিত থাকলেও তাদের দায়িত্ব পালন ছিল ঢিলেঢালা। সকাল থেকে স‚র্য ডোবার আগ ম‚র্হত পর্যন্ত বিনোদন প্রেমি মানুষেরা নদীতে নৌকা ভ্রমণ করে সময় কাটায়। সেতু ওই পারে শিশুদের জন্য তৈরী পার্কে ছিলে অসংখ্য কচি-কাচা শিশু ও তাদের অবিভাবক। প্রতিবছর ঈদের দিন নৌকা বাইচ অনুষ্ঠিত হলে এবার করোনার কারণে হয়নি। রেলওয়ে ও সড়ক সেতু ২টি পাশাপাশি হওয়ায় এক অন্য রকম দৃর্শ্যর সৃষ্টি হয়েছে। তাই বিভিন্ন জেলার মানুষ এ সেতু দর্শণে বিভিন্ন উৎসবে ছুটে আসে।