কাউনিয়ায় সুখি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : 2025-09-11 17:20:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

কাউনিয়ায় আয়েশা পারভীন সুখী (২০) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হারাগাছে এলাবাসী ও সহপাঠী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার উপজেলার হারাগাছ পৌরসভার গোল্ডেনের ঘাট সেতু সংলগ্ন বাজার এলাকায় স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতশত মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এতে অংশগ্রহণ করেন। জুয়েলের ফাঁসি চাই, আয়েশা আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অবিলম্বে খুনিদের গ্রেফতার করো, করতে হবে ইত্যাদি শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুখির পিতা আবুল হোসেন, এলাকার হামিদুর রহমান, নয়ন মিয়া, শিক্ষার্থী আল মারজান, সাজিদ হোসেন, তানজিলা খাতুন প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, এঘটনায় মামলা হলেও ঘটনার পর পরেই আসামিরা স্বপরিবারে পালিয়ে গেছে। পুলিশ এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা না হলে কঠোর আন্দোলন করে দাবি আদায় করা হবে।