কাউনিয়ায় সীমান্ত এলাকা থেকে মোবাইল চোর আটক
প্রকাশ : 2022-10-24 18:44:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া থানা পুলিশ এক চিরুনি অভিযান পরিচালনা করে রেজাউল করিম মস্ত (৫২) নামের মোইবাইল চোর সিন্ডিকেটের হোতা কে গ্রেফতার করেছে। এসময় চুরি যাওয়া ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ জানান,সম্প্রতি উপজলার নিজপাড়া গ্রামের গোলাম মোস্তফা আনছারী আজাদ এর বাড়ির রুমে ক্লোরোফোম করে জানালা ছাবল দিয়ে খুলে ২টি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গোলাম মোস্তফা আনছারী বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর থানায় একটি জিডি করেন। এই জিডির সূত্র ধরে মোবাইল চোর ধরার অনুসন্ধানে নামে পুলিশ। এঘটনায় পুলিশ বিভিন্ন সোর্সের ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রোববার সন্ধায় লালমনিরহাট ও রংপুর সীমান্তবর্তী নাজিরদহ নয়াবাজার তিস্তা নদীর চরে একদল পুলিশ তাকে ঘেরাও করে গ্রেফতার করে। রেজাউল করিম মস্ত হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়া বাজার এলাকার হাসন আলীর ছেলে। ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, তার বিরুদ্ধে চুরির নিয়মিত মামলা দায়েরের পর কোর্ট হাজতে পাঠান হয়েছে।