কাউনিয়ায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার 

প্রকাশ : 2022-04-06 17:40:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার 

কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
 
থানাসূত্রে জানাগেছে গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার আর-কে রোড হলদীবাড়ী রেলগেইট এলাকায় হামিদুলের মুদি দোকানের সামনে ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব ১৪-৬৮৭৯) বাসে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রামের শওকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই উপজেলার খাটামারী গ্রামের হাসেন আলীর ছেলে আহাদ আলী (৩০)। বাসে যাত্রীবেশে মাদকদ্রব্য নিয়ে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমানের নেতৃত্বে এসআই ওসমান গণিসহ সঙ্গীয় অফিসার ও একদল পুলিশ তল্লাশী চালিয়ে ওই বাসের লকারে রাখা একটি লাগেজ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে লাগেজের মালামাল টোকেন যাচাই মোতাবেক তাদেরকে গ্রেফতার করা হয়। 

ওসি জানান, আসামীদ্বয় নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য বহন করায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রংপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।