কাউনিয়ায় সারাই ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের জন্য প্রকৃত ভুমিহীন নির্বাচন

প্রকাশ : 2022-04-13 12:19:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় সারাই ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের জন্য প্রকৃত ভুমিহীন নির্বাচন

কাউনিয়ায় সারাই ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের জন্য প্রকৃত ভুমিহীন যাচাই বাছাই কার্যক্রম সারাই ইউনিয়ন পরিষদে গত মঙ্গলবার পরিচালনা করা হয়। 

প্রকৃত ভুমিহীন যাচাই কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী আসান, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউপি সচিব আশরাফুজ্জামান বাবু, ইউনিয়ন পরিষদের মেম্বর ও চকিদার-দাফাদার গন। ৭৩ জনের স্বাক্ষাতকার শেষে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে প্রকৃত ভুমিহীন যাচাই করেন নির্বাহী কর্মকতা তাহ্মিনা তারিন। তার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।