কাউনিয়ায় সরিষা ফসলের ক্লাসটার প্রদর্শনী উপকরণ বিতরণ
প্রকাশ : 2025-11-17 18:01:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্রামের ৭জন কৃষকের মাঝে আইপিএম কৌশলের মাধ্যেমে সরিষা ফসলের ক্লাসটার প্রদর্শনী উপকরণ সোমবার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ ক্যাম্পাসে ক্লাসটার প্রদর্শনী উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আজমাইন মুশতারী, কৃষিবিদ মোঃ আবু সাহেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী প্রমূখ। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়ার আয়োজনে রবি মৌসুম ২০২৫-২০২৬ এ ৭জন কৃষকের মাঝে ২ একর জমিতে বারি সরিষা-২০ রোপনের জন্য সরিষা বীজ ৬কেজি, ইউরিয়া সার ১৮০কেজি, এমওপি ১০০কেজি, ডিএপি ১৫০কেজি, জিপসাম ১৩০কেজি, জিং ৬কেজি, বোরন ৮কেজি, ভার্মি কম্পোষ্ট ১৫০কেজি, অটোস্টিন ২০০ গ্রাম, রোক্সান ২০০গ্রাম, ইমিটাপ ৪০ মিঃলিঃ এবং বীজ সংরক্ষনের জন্য ৮টি প্লাসটিকের ড্রাম বিতরণ করা হয়।