কাউনিয়ায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব প্রচারনার লক্ষ্যে র্যালী
প্রকাশ : 2022-09-21 19:03:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব প্রচারনার লক্ষ্যে বুধবার বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যারীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসারা তাহমিনা তারিন, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, কনসালটেন্ট ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম জুবায়ের আলী বসুনিয়া, তথ্য অফিসার আকতার জাহান,সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।