কাউনিয়ায় সকলকে কাঁদিয়ে চলে গেলেন মেধাবী ছাত্র আহনাফ রাইয়ান
প্রকাশ : 2026-01-30 18:22:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কাউনিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুর রহমান মুক্তা এবং সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রেহেনা পারভীন এর বড় ছেলে মেধাবী ছাত্র আহসাফ রাইয়ান ঢাকায় একটি বে-সরকারী হাসপাতালে বেশ কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে সকলকে কাঁদিয়ে বুধবার দুপুরে চলে গেলেন নাফেরার দেশে। ইন্নালিল্লাহে......রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১৫।
বৃহস্পতিবার সকালে জানযায় নামাজ কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সহ শতশত সাধারন মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে কেন্দ্রীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে মা-বাবা-ছোট ভাই বন্ধু বান্ধবসহ অশংখ গুনগ্রাহী রেখে গেছেন। আহনাব এবার এসএসসি পরীক্ষা দিতেন। সে ১ম শ্রেনী থেকে ১০ শ্রেনী পর্যন্ত কখনও দ্বিতীয় হয়নি। শিক্ষা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় সবসময় প্রথম হতেন। আহনাবের মৃত্যুতে কাউনিয়া বাসী একজন মেধাবী ছাত্রকে হারাল। মরহুমের আতœার মাগফেরাত কামনা ও গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।