কাউনিয়ায় সওজের রাস্তার উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : 2022-12-21 18:51:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ৫০টি জেলার উন্ননকৃত ২০০০ কিলোমিটার মহাসড়কের রংপুর জেলার কাউনিয়া উপজেলায় সাহেবগঞ্জ-হারাগাছ ৬ কিলোমিটার সড়কের উন্নয়ন মূলক কাজের ভার্চুয়ালি উপস্থিত থেকে বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবিএম আমিন উল্লাহ নুরী। উদ্বোধনী অনুষ্ঠানে কাউনিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, হারাগাছ মেট্রো থনার ওসি রেজাউল করিম. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, সমবায় কর্মকর্তা জাহাঙ্গিও আলম প্রমূখ।